নিজস্ব সংবাদদাতা, মালদা :- হনুমান জয়ন্তী উপলক্ষে প্রতিবছরের মতো এই বছরও দক্ষিণ বালুচর হনুমান মহাবীর মন্দির থেকে এক সুবিশাল বর্ণনাট্য শোভাযাত্রা বের করা হয়। বৃহস্পতিবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা মন্দির প্রাঙ্গণ থেকে শুরু হয় ইংরেজবাজার শহরজুড়ে এ শোভাযাত্রা পরিক্রমা করে মন্দির প্রাঙ্গণে শেষ হয়। শোভাযাত্রায় যেখানে আড়াইশো থেকে ৩০০ মহিলা কলস যাত্রায় অংশগ্রহণ করে । এছাড়াও হনুমানজীর ভক্তরা এদিন এই শোভাযাত্রায় অংশগ্রহণ করে থাকে। দশ তারিখ সকালে শোভাযাত্রার মাধ্যমে হনুমান জয়ন্তীর শুভ সূচনা হয়। ১১ তারিখ মন্দির প্রাঙ্গণে অখন্ড রামায়ণ পাঠ যোগ্য হবে । ১২ তারিখ সুয়ামনি ভোগ, ৫৬ ভোট ,১০১ কেজি লাড্ডু ভোগ প্রসাদ নিবেদন করা হবে। সন্ধ্যায় ভজন কীর্তন মাধ্যমে পুজোর সমাপ্তি হবে।
দক্ষিণ বালুচর হনুমান মহাবীর মন্দির থেকে এক সুবিশাল বর্ণনাট্য শোভাযাত্রা বের করা হয়।

Leave a Reply