পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতা:- মেমারি থানার অন্তর্গত মেমারি মালডাঙ্গা রোডে কাজীডাঙ্গা মোড় সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস ধাক্কা মারে মোটরসাইকেলে, তারপর কার্যত গাছে ধাক্কা মেরে, রাস্তা থেকে পাশের খাদে পড়ে যায়, স্থানীয় সূত্রের খবর ঘটনায় আহত হয় প্রায় ৫ জন। যার মধ্যে ১ জনকে আশঙ্কা জনক অবস্থায় পাহারহাটি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়ার হয়।
জানা য়ায় ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার পূর্ব বর্ধমানের মেমারি থানার অন্তর্গত কাজীডাঙ্গা মোড় এলাকায়। প্রত্যক্ষদর্শীর কাছ থেকে জানা য়ায় সাতগাছিয়া থেকে মেমারির দিকে আসছিল একটি বাস এবং অপর দিক মেমারি থেকে সাতগাছিয়ার দিকে যাচ্ছিল একটি মোটরসাইকেল। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মোটর সাইকেলে ধাক্কা মারে এবং গাছে ধাক্কা মেরে রাস্তার পাশে পড়ে যায়। ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় মানুষ এবং মেমারী থানার অন্তর্গত সাতগাছিয়া ফাঁড়ির পুলিশ।
ঘটনায় গুরুতর জখম অবস্থায় মোটরসাইকেল আরোহী ও আহতদের উদ্ধার করে স্থানীয়রা পাহাড়হাটি হাসপাতালে পাঠায়। সেখানে গুরুতর আহত মোটরসাইকেল আরোহীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বর্ধমান হাসপাতালে রেফার করা হয়। সূত্র মারফৎ বর্ধমানে হসপিটালে কর্তব্যরত ডাক্তারবাবু মোটরসাইকেল আরোহীকে মৃত বলে ঘোষণা করেন। মৃত ব্যক্তির নাম প্রদীপ সেন ।
এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায়। কিছুক্ষণের জন্য অবরুদ্ধ হয়ে পরে রাস্তা,পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে পরবর্তীতে যান চলাচল স্বাভাবিক হয়। বাসটিকে ক্রেনে র সাহায্যে তোলা হয়েছে বলে জানা যায়।
Leave a Reply