স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করলো গঙ্গারামপুরের নিরঞ্জন ঘোষ স্মৃতি বিদ্যাপীঠ।।

নিজস্ব সংবাদদাতা, গঙ্গারামপুর: রজত জয়ন্তী বর্ষকে সামনে রেখে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করলো গঙ্গারামপুরের নিরঞ্জন ঘোষ স্মৃতি বিদ্যাপীঠ।বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গনে এদিনের এই স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সেইসঙ্গে স্বাস্থ্য বিষয়ক সচেতনতা শিবিরেরও আয়োজন করা হয়।এদিন প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যদিয়ে স্বেচ্ছায় রক্তদান শিবিরের উদ্বোধন করা হয়, যেখানে গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান,জেলা পরিষদের সদস্য সহ বেশ কিছু ডাক্তারবাবু ও শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন।

 

প্রসঙ্গত গঙ্গারামপুর শহরের ৪নং ওয়ার্ডে অবস্থিত নিরঞ্জন ঘোষ স্মৃতি বিদ্যাপীঠ।২০০১ সালে পথচলা শুরু হয় এই বিদালয়ের। শহর তথা গ্রামীন এলাকার ছাত্র ছাত্রীদের কাছে বিশেষ ভূমিকা রাখে এই বিদ্যালয়। বর্তমানে এই বিদালয়ে রয়েছে সায়েন্স নিয়ে পড়ার সুবিধা। এবারে বিদ্যালয়টি ২৫ বছরে পা দিলো। স্বাভাবিক ভাবেই বছরটি স্মরণীয় করে রাখতে রজত জয়ন্তী বর্ষ উৎযাপনের উদ্যোগ নিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। রজত জয়ন্তী বর্ষের অঙ্গ হিসেবে বৃহস্পতিবার স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেন বিদ্যালয় কর্তৃপক্ষ। এদিনের স্বেচ্ছায় রক্তদান শিবিরে উপস্থিত হয়েছিলেন গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র, দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সদস্য মৃণাল সরকার, নিরঞ্জন ঘোষ স্মৃতি বিদ্যাপীঠের প্রধান শিক্ষক জ্যোতির্ময় রায় সাহিত্যিক সুকুমার সরকার সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এদিনের এই স্বেচ্ছায় রক্তদান শিবির থেকে ৭৫জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *