দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বালুরঘাট শহরের একটি লজ থেকে এক রেলকর্মীর ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়াল এলাকায়। মৃতের নাম তুহিন শুভ্র ভট্টাচার্য (৫০), তিনি উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বাসিন্দা।
জানা গিয়েছে, গতকাল সন্ধ্যায় ওই ব্যক্তি বালুরঘাট শহরের একটি লজে ঘর ভাড়া নেন। লজ মালিককে জানান, তিনি রাতটা থাকবেন এবং পরদিন সকালে ঘর ছেড়ে দেবেন। রাতে লজ মালিক ফোন করলে তুহিনবাবু জানান, সকালে ঘর ছেড়ে চলে যাবেন।
তবে এদিন সকাল গড়িয়ে গেলেও তিনি ঘর থেকে বেরোননি। তখন সন্দেহ হওয়ায় লজ মালিক ঘরে গিয়ে ডাকাডাকি করেন। সাড়া না মেলায় দরজা খুলে ভিতরে ঢুকে দেখেন, ঘরের ভিতর ঝুলছে তুহিনবাবুর নিথর দেহ। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বালুরঘাট থানায়।
পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। কী কারণে এমন ঘটনা, তা জানতে তদন্ত শুরু হয়েছে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
Leave a Reply