কলকাতা, নিজস্ব সংবাদদাতা:- বছর কয়েক আগেই কাজ হারিয়েছিলেন সৌমিক মজুমদার। সেই থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন। তার জেরে মাকে নিশংসভাবে খুন করল ছেলে। গলায় ছুরি চালিয়ে নৃশংস ভাবে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে রাজারহাটের বৈদিক ভিলেজের একটি বহু্তল আবাসনের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যে রাজারহাট থানার পুলিশ অভিযুক্ত ছেলে সৌমিক মজুমদারকে গ্রেপ্তার করেছে। মৃত মায়ের নাম দেবযানী মজুমদার(৫৮) দেহটি উদ্ধার করে রেকজোয়ানি হাসপাতালে নিয়ে পাঠিয়েছে পুলিশ। গোটা ঘর রক্তে ভেসে যাচ্ছে। খুনে ব্যবহৃত ধারালো ছুরিটিও উদ্ধার করেছে পুলিশ।
নৃশংসতার নিদর্শন রাজারহাটে, ছেলের হাতে খুন হল মা।।

Leave a Reply