মুর্শিদাবাদের ভগবানগোলা ব্লকের ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন চর লবনগোলা এলাকায় বিএসএফ-এর বিরুদ্ধে পাট চাষে বাধা, চাষীদের ক্ষোভ।

মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা :- মুর্শিদাবাদের ভগবানগোলা ব্লকের ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন চর লবনগোলা এলাকায় বিএসএফ-এর বিরুদ্ধে পাট ও ভুট্টা চাষে বাধা দেওয়ার অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় চাষীরা। শনিবার দুপুর একটা নাগাদ এই ঘটনাটি ঘটে বলে জানা গেছে।

চাষীদের অভিযোগ, প্রতিবছর বৈশাখ মাসে সীমান্ত থেকে ৬০ মিটার দূরত্ব পর্যন্ত জমিতে তারা পাট চাষের অনুমতি পেয়ে থাকেন। কিন্তু চলতি বছরে বর্ডার সিকিউরিটি ফোর্স (BSF) সেই অনুমতি দিচ্ছে না, যার ফলে চাষের মরসুম চলে যাওয়ার আশঙ্কায় রয়েছেন তারা। চাষীরা জানান, পাট না হলে তাদের ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে।

এই পরিস্থিতিতে তারা স্থানীয় বিধায়ক রেয়াত হোসেন সরকারকে বিষয়টি জানালে, তিনি ঘটনাস্থলে এসে বিএসএফ-এর চর লবনগোলা ক্যাম্পে উপস্থিত আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন। সঙ্গে ছিলেন ভগবানগোলা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সৈবুর রহমান, শিক্ষা কর্মদক্ষ নজরুল ইসলাম, হনুমন্ত নগর গ্রাম পঞ্চায়েত প্রধান মোশারফ হোসেন ও অন্যান্য জনপ্রতিনিধি ও চাষীরা।

তবে এদিন বিএসএফ-এর শীর্ষ আধিকারিকরা জঙ্গিপুর পুলিশ জেলার সুতি ও শামশেরগঞ্জ এলাকায় অন্য কাজে ব্যস্ত থাকায় পূর্ণাঙ্গ আলোচনা সম্ভব হয়নি। জানা গেছে, পরে একটি নির্দিষ্ট দিনে এই বিষয়ে বৈঠক হবে।

এদিকে, বিএসএফ-এর পক্ষ থেকে জানানো হয়েছে, তারা নির্দেশ মোতাবেকই কাজ করছেন। চাষীদের অভিযোগ সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে এবং চূড়ান্ত সিদ্ধান্ত সেই কর্তৃপক্ষই নেবেন। যদি অনুমতি মেলে, তবে আগের মতোই চাষীরা জমিতে রোপণ করতে পারবেন বলেও জানান বিএসএফ আধিকারিকরা।

চাষীদের একাংশের দাবি, প্রশাসনের দ্রুত পদক্ষেপ ছাড়া এই সমস্যার সমাধান হবে না এবং তাদের আর্থিক সঙ্কট আরও তীব্র হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *