লালগোলায় ‘ওয়াকফ’ আইনের বিরুদ্ধে পথে জনতা, কুশপুতুল দাহ ও পতাকা মিছিলে উত্তপ্ত পরিবেশ।।

মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- আজ দুপুর আড়াইটা নাগাদ মুর্শিদাবাদের লালগোলা এলাকার মানুষ ‘অকাপ’ আইনের বিরোধিতায় পথে নামলেন। মানিকচ থেকে যশইতলা পর্যন্ত একটি পায়ে হেঁটে মিছিল শুরু হয় জাতীয় পতাকা হাতে নিয়ে। এই প্রতিবাদ মিছিলে অংশ নেন লালগোলার অন্তর্গত আইড়মাড়ি অঞ্চলের তিনটি গ্রাম থেকে আসা কয়েক হাজার মানুষ।

বিক্ষোভকারীদের মুখে শোনা যায় স্লোগান— “কালা আইন মানছি না, মানবো না”, “হিন্দু-মুসলিম ভাই ভাই”, “অকাপের আইন বাতিল চাই”। মিছিলকারীদের দাবি, এই আইন ধর্মীয় বৈষম্যের ভিত্তিতে তৈরি, এবং তা দেশের সাংবিধানিক ধর্মনিরপেক্ষতাকে আঘাত করছে।

প্রতিবাদ আরও তীব্র হয় যখন মিছিলে মোদী ও অমিত শাহর কুশপুতুল নিয়ে আসা হয়, যা পরে রাজ্য সড়কের ওপর আগুন দিয়ে দাহ করার পরিকল্পনা জানানো হয়। এই ঘটনার জেরে লালগোলা থানার পুলিশ প্রশাসন সতর্ক রয়েছে। এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত বাহিনী এবং চলছে টহলদারি।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায়, তার জন্য কড়া নজর রাখা হচ্ছে। মিছিল শান্তিপূর্ণ থাকলেও উত্তেজনার আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না প্রশাসনের আধিকারিকরা।

শেষ খবর পাওয়া পর্যন্ত মিছিল শান্তিপূর্ণভাবেই চলছে, তবে প্রশাসন সতর্ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *