পূর্ব বর্ধমাণ, নিজস্ব সংবাদদাতা:-হালিশহরের বিজেপি কর্মীর উপর আক্রমণের ঘটনায় চারজনকে গ্রেফতার করলো বীজপুর থানার পুলিশ এই চারজনের নাম কুষাণ সাহা, উদয় পাল, বাপ্পা মালো ওরফে সুজয় মালো, এবং কমল পাল। এদের বিরুদ্ধে bns ১০৯,১১৫,১২৬/২,১১৮/ ২,৩৫১/২/৩, ৬১/৩/৫ ধারায় মামলা রুজু করে ব্যারাকপুর আদালতে পাঠানো হয়েছে।
হালিশহরের বিজেপি কর্মীর উপর আক্রমণের ঘটনায় চারজনকে গ্রেফতার।।

Leave a Reply