পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- গাজন উৎসব দেখতে এসে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক সিভিক ভলেন্টিয়ারের,ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড এলাকায়, পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই মৃত্যু সিভিক ভলেন্টিয়ার এর নাম খোকন আহির, বয়স আনুমানিক ২৯ বছর, বাড়ি গোয়ালতোড় থানার কুসুমডহড়ি এলাকায়, জানা গিয়েছে শনিবার রাতে গাজন উৎসব দেখতে এসেছিল ওই সিভিক ভলেন্টিয়ার, এরপর পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয় ওই সিভিক ভলেন্টিয়ার, এরপর তাকে উদ্ধার করে দ্বারিগেড়িয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত্যু হয় ওই সিভিক ভলেন্টিয়ারের, ইতিমধ্যেই ওই মৃতদেহ উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় চন্দ্রকোনারোড বিট হাউসের পুলিশ। ঘটনাকে ঘিরে শোকের ছায়া নেমে আসে গোটা এলাকা জুড়ে।
পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক সিভিক ভলেন্টিয়ারের,ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড এলাকায়।

Leave a Reply