নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- —আজ সড়ক পূজার দেখা গেল মালদা জেলা জুড়ে আজ অর্থাৎ সোমবার চড়ক পুজো।রাত পার করে সকাল থেকেই চরম ব্যস্ত গাজন ভক্তরা । প্রতিবছরের ন্যায় এই বছরও চড়ক পূজো উপলক্ষে সোমবার সকাল থেকেই শহর থেকে গ্রাম বিভিন্ন প্রান্তের লক্ষ্য করা গেল গাজন উৎসব। ঠিক সেই রকমই পুরদতন মালদা মোহনবাগান মাঠে গাজন উৎসবের ছবি।এদিন ভোর থেকে চড়ক পুজা উপলক্ষে গাজন উৎসবের শিল্পীরা বিভিন্ন ছদ্মবেশ বিভিন্ন নাচ করতে।এই নাচ দেখতে মোহনবাগান মাঠে মানুষদের ঢোল লক্ষ্য করা গেল।এদিন কেউ কালী, শিব,রাধাকৃষ্ণ সহ বিভিন্ন দেবদেবীর সাজে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে।
পুরদতন মালদা মোহনবাগান মাঠে গাজন উৎসবের ছবি, ভোর থেকে চড়ক পুজা উপলক্ষে গাজন উৎসবের শিল্পীরা বিভিন্ন ছদ্মবেশ বিভিন্ন নাচ করতে দেখা গেলো।

Leave a Reply