প্রয়াত এ.বি.এ গনি খান চৌধুরীর ১৯তম প্রয়াণ দিবস পালন।

নিজস্ব সংবাদদাতা, মালদা :- ভারতের প্রাক্তন রেল মন্ত্রী এবং বাংলা তথা মালদার রূপকার প্রয়াত এ.বি.এ গনি খান চৌধুরীর ১৯তম প্রয়াণ দিবস পালন। জেলা যুবনেতা তথা বিশিষ্ট সমাজসেবী সৌমিত্র সরকারের উদ্যোগে সোমবার সকালে মালদা শহরের প্রাণকেন্দ্র রথবাড়ি মোড় প্রয়াত জন নেতা গনি খানের মূর্তিতে ফুলের মালা পরিয়ে পায়ে পুষ্পার্ঘ প্রদান করে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রয়াণ দিবস পালন অনুষ্ঠানে যুব নেতা তথা বিশিষ্ট সমাজসেবী সৌমিত্র সরকার ছাড়াও উপস্থিত ছিলেন বরিষ্ঠ তৃণমূল নেতা নবরঞ্জন সিনহা, তৃণমূল নেতা জাকির হোসেন, পার্থ মুখার্জী, মৃত্যুঞ্জয় কুন্ডু, এমডি অভিষেক, কার্তিক দাস, রামু মন্ডল, হৃদয় মন্ডল সহ যুব তৃণমূলের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা।
উপস্থিত সকলে একে একে প্রয়াত জননেতার পায়ে ফুল দিয়ে স্মৃতিচারণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন । এরপর উপস্থিত নেতৃত্বরা তাদের বক্তব্যের মধ্য দিয়ে জননেতা গনি খান চৌধুরীর জীবনী ও কর্মকাণ্ড তুলে ধরেন। গনি খান মালদা সহ রাজ্যের বহু স্মরণীয় কাজ করেছেন, রাজনীতি ভুলে সকলের জন্য জাতি ধর্ম নির্বিশেষে বহু কাজ করেছেন তাই তিনি এখনো মানুষের মধ্যে অমর রহে। বহু মানুষকে চাকরি দিয়েছেন এবং তিনি এমন কিছু কাজ করেছেন সেই কাজ চোখে পড়লেই তার কথা স্মরণে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *