নিজস্ব সংবাদদাতা, মালদাঃ—-মালদা জেলা পুলিশ ও সিভিকের মানবিক রুপ।গত শনিবার কাল বৈশাখীর ঝড়ে ক্ষতিগ্রস্ত দিনমজুর পরিবারের পাশে দাঁড়ালেন ট্রাফিক পুলিশ ও সিভিক ভলেন্টিয়ার্স। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,গতকাল,শনিবার রাতে কালবৈশাখীর ঝড়ে হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বনসরিয়া গ্রামের বাসিন্দা কালুয়া আলির একমাত্র শোয়ার ঘরের টিনের চালের ছাউনি উড়ে যায়। ভেঙ্গে পড়েছে রান্নাঘর ও গোয়াল। পরিবারটি রাত থেকেই খোলা আকাশের নিচে বসবাস করছেন। খবর পেয়ে রবিবার সকালে ক্ষতিগ্রস্ত পরিবারটির বাড়িতে ছুটে যান হরিশ্চন্দ্রপুর থানার ট্রাফিক ইনচার্জ নিখিল চৌধুরী ও সিভিক ভলেন্টিয়ার্স। পরিবারটির হাতে চাল,ডাল,মুড়ি ও কাপড় সহ বিভিন্ন খাদ্য সামগ্রী দিয়ে সাহায্য করেন।পরবর্তী সময়েও সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আশ্বাস দেন নিখিল বাবু। ট্রাফিক পুলিশ ও সিভিকের এই মানবিক কাজে খুশি মানুষ।
মালদা জেলা পুলিশ ও সিভিকের মানবিক রুপ।

Leave a Reply