নিজস্ব সংবাদদাতা, মালদা—আজ অর্থাৎ সোমবার চড়ক পুজো। সকাল থেকেই চরম ব্যস্ত গাজন শিল্পীরা। ঠিক সেই রকমই প্রতিবছরের ন্যায় এই বছরও চড়ক পূজো উপলক্ষে সোমবার সকাল থেকেই শহরের বিভিন্ন প্রান্তের লক্ষ্য করা গেল গাজন শিল্পীদের শোভাযাত্রা। ঠিক সেই রকমই মালদা শহরের কৃষ্ণপল্লী এলাকায় গাজন শিল্পীদের এই শোভাযাত্রা দেখতে রাস্তার দুই ধারে মানুষদের ঢোল লক্ষ্য করা গেল। কালী শিব সহ বিভিন্ন দেবদেবীর সাজে শোভাযাত্রায় অংশ নেন গাজন শিল্পীরা।
মালদা শহরের কৃষ্ণপল্লী এলাকায় গাজন শিল্পীদের এই শোভাযাত্রা দেখতে রাস্তার দুই ধারে মানুষদের ঢোল লক্ষ্য করা গেল।

Leave a Reply