ভগবানগোলা, নিজস্ব সংবাদদাতা, ১৫ এপ্রিল:- পহেলা বৈশাখের সকালে ভগবানগোলা ৬২ নম্বর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রেয়াত হোসেন সরকার এক ব্যতিক্রমী উদ্যোগ নেন। কানাপুকুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে উপস্থিত হয়ে তিনি রোগীদের মধ্যে ফল ও মতিচুরের লাড্ডু বিতরণ করেন। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্বও।
এই মানবিক কার্যক্রমের মাধ্যমে তিনি নতুন বছরের শুভেচ্ছা জানান রোগী ও তাদের পরিবারকে। শুধু তাই নয়, তিনি সমাজে সম্প্রীতি ও ভ্রাতৃত্ব বজায় রাখার বার্তাও দেন। ভগবানগোলা বিধায়কের কথায়, ‘‘ভারতের কিছু রাজনৈতিক শক্তি যেভাবে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করতে চাইছে, তা ব্যর্থ হোক – এই হোক আমাদের নববর্ষের শপথ।’’
আজ মঙ্গলবার, পহেলা বৈশাখের দিন, সকাল ১১টা নাগাদ তিনি দানাপুকুর হাসপাতাল পরিদর্শনে আসেন। সেখানে শিশু থেকে শুরু করে বয়স্কদের হাতে ফল ও লাড্ডুর প্যাকেট তুলে দেন। অসুস্থ শিশুদের সঙ্গে কথা বলেন, আদর করেন, এবং তাদের বুকেও তুলে নেন। এই আবেগঘন মুহূর্তগুলি ধরা পড়ে উপস্থিত ক্যামেরার ফ্রেমে।
বছরের প্রথম দিনে এইরকম একটি মানবিক উদ্যোগে স্থানীয় মানুষ অত্যন্ত খুশি। অনেকে বলছেন, রাজনীতিকরা যদি এভাবে মানুষের পাশে দাঁড়ান, তবে সমাজে অনেক ইতিবাচক পরিবর্তন সম্ভব।
Leave a Reply