বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা:- অভিনবভাবে নববর্ষ উদযাপন করলেন বালুরঘাট পৌরসভার ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রদীপ্তা চক্রবর্তী। নববর্ষের পবিত্র দিনে তিনি ওয়ার্ডের বিশেষভাবে সক্ষম মানুষদের সঙ্গে নিয়ে উপস্থিত হন শহরের অধিষ্ঠাত্রী দেবী বুড়ামা কালী মন্দিরে। সেখানে মা বুড়ামার পূজা দেন সকলের মঙ্গল কামনায়।
পূজোর পর রান্না করেন খিচুড়ি ভোগ, যা মায়ের অর্পণ করে জানিয়েছেন—এই ভোগ ওয়ার্ডের প্রতিটি বাড়িতে পৌঁছে দেওয়া হবে। তার কথায়, “বিশেষভাবে সক্ষম ব্যক্তিরা সারা বছর মন্দিরে আসতে পারেন না। তাই বছরের প্রথম দিন মায়ের চরণে তাদের প্রার্থনার সুযোগ করে দিতে চেয়েছিলাম।”
প্রদীপ্তা দেবী আরও জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় অসহায় মানুষের পাশে থাকার বার্তা দেন। তার দেখানো পথেই এই উদ্যোগ নিয়েছেন তিনি। বুড়ামা কালী মন্দিরের চত্বরে এদিন যেন নতুন বছর পেল এক অন্যরকম ছোঁয়া।
Leave a Reply