হুগলী, নিজস্ব সংবাদদাতা:- ১লা বৈশাখ উপলক্ষে আজ চুঁচুড়া শহরবাসীকে শুভেচ্ছা ও শুভ কামনা জানাতে প্রভাতফেরী করে বিজেপির চুঁচুড়া বিধানসভার নেতাকর্মীরা। সকাল ৯টা নাগাত এই মিছিল শুরু হয় চুঁচুড়া রবীন্দ্রনগর শনি মন্দিরের সামনে থেকে পেয়ারা বাগান হয়ে সায়রা মোর হয়ে মিছিল যায় চুঁচুড়া পিপুলপাঁতি মোর পর্যন্ত এই দিন এই মিছিলে উপস্থিত ছিলেন হুগলি জেলা বিজেপির সভাপতি গৌতম চ্যাটার্জি রাজ্য সম্পাদক দীপাঞ্জন গুহ রাজ্য কমিটির সদস্য স্বপন পাল জেলা বিজেপির সাধারন সম্পাদক সুরেশ সাউ সহ স্থানীয় নেতৃত্বরা। এদিন মিছিল শেষে পিপুলপাঁতি মোরে গিয়ে পথ চলতি মানুষকে লাড্ড খাইয়ে মিষ্টি মুখ করানো হয়। প্রায় দুহাজার লাড্ডু বিতরণ করা হয় মানুষের মধ্যে বিজেপি।।
১লা বৈশাখ উপলক্ষে আজ চুঁচুড়া শহরবাসীকে শুভেচ্ছা ও শুভ কামনা জানাতে বিজেপির তরফ থেকে প্রায় দুহাজার লাড্ডু বিতরণ করা হয় মানুষের মধ্যে ।।

Leave a Reply