নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুর:- নেশা মুক্তি কেন্দ্রে বছর ৩৫ এর এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে বুধবার চাঞ্চল্য ছড়ালো। জানা গেছে অভিষেক ঘোষ নামে ওই যুবক পতিরামের একটি নেশা মুক্তি কেন্দ্রে বেশ কিছুদিন থেকে ভর্তি ছিল। মঙ্গলবার রাতে বালুরঘাট জেলা হাসপাতালে ওই যুবককে আহত অবস্থায় ভর্তি করা হয় বলে পরিবারের লোকেরা জানিয়েছে। তার ঠোঁট এবং মুখে আঘাতের চিহ্ন ছিল। পরিবারের লোকেরা জানিয়েছে নেশা মুক্তি কেন্দ্রে অভিষেকের উপর শারীরিক নির্যাতন হয়, যার জেরে সে আহত হয় এবং অচৈতন্য অবস্থায় ওই নেশা মুক্তি কেন্দ্র থেকে তাকে বালুরঘাট হাসপাতালে রেখে দিয়ে চলে যায়। পরে জেলা হাসপাতালের তরফ থেকে ওই যুবককে মৃত বলে ঘোষণা করা হয়। পরিবারের লোকেরা এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছে। তাদের দাবি, ওই যুবকের ময়না তদন্ত হলে তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এখনো পর্যন্ত এ নিয়ে পুলিশের কাছে কোনরকম লিখিত অভিযোগ দায়ের হয়নি।
নেশা মুক্তি কেন্দ্রে বছর ৩৫ এর এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে বুধবার চাঞ্চল্য ছড়ালো।

Leave a Reply