দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বালুরঘাট ব্লকের অমৃতখন্ড গ্রাম পঞ্চায়েতের রয়েছে শালগ্রাম প্রাথমিক বিদ্যালয়। গ্রামের মধ্যে স্কুলটি যথেষ্ট জনপ্রিয়। বর্তমানে স্কুলটিতে ৬৭ জন খুদে পড়ুয়া রয়েছে। কিন্তু তার জন্য শিক্ষক মাত্র দুজন। যদিও গত জানুয়ারি মাস পর্যন্ত ওই স্কুলে তিনজন শিক্ষক ছিলেন। কিন্তু সেই মাসেই ওই স্কুলের শিক্ষক সুজয় কুমার সিংহ প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষকের পদে উত্তীর্ণ হয়ে পাশেই বিরোহিনি প্রাথমিক বিদ্যালয়ে যোগ দেন। তারপর থেকেই স্কুলের প্রধান শিক্ষক প্রণব কুমার প্রামানিক ও পম্পা শীল প্রায় ৭০ জন পড়ুয়াদের ক্লাস নিচ্ছিলেন। কিন্তু জানুয়ারি মাসেই ওই শিক্ষিকা ছয় মাসের জন্য মেটারনিটি ছুটিতে চলে যান। ফলে সমস্ত স্কুলের পঠনপাঠনের দায়িত্ব প্রধান শিক্ষকের ঘাড়ে এসে পড়ে। তিনি স্কুলের পড়ুয়া সংখ্যার অনুপাতে শিক্ষক চেয়ে জেলা প্রাথমিক শিক্ষা সংসদে চিঠি করেন। তারপরেই একজন শিক্ষিকাকে সেই স্কুলে নিয়োগের নির্দেশিকা দেওয়া হয়। কিন্তু তারপরেও কয়েক মাস পেরিয়ে গেলেও সেই শিক্ষিকা স্কুলে নিযুক্ত হননি। এর মধ্যে স্কুলের পরীক্ষা শুরু হয়েছে। এদিকে পাঠক্রম অনুযায়ী পড়াশোনা হয়নি। যার জেরে এদিন স্কুলে তালা ঝুলিয়ে প্রধান শিক্ষককে ঘরে বন্ধ করে শিক্ষক নিয়োগের দাবিতে বিক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা।
শিক্ষক নিয়োগের দাবিতে বিক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা।

Leave a Reply