উত্তর ২৪পরগণা, নিজস্ব সংবাদদাতা:– ঝড়বৃষ্টিকে উপেক্ষা করেই বামপন্থী ছাত্র, যুব ও মহিলা সংগঠনের পথসভা। ২০ এ এপ্রিল বামপন্থী শ্রমিক, কৃষক, খেতমজুর ও বস্তি সংগঠন গুলির আহ্বানে ব্রিগেড সমাবেশ কে সফল করতে এবং এসএসসি দুর্নীতির প্রতিবাদে পথসভা কাঁচরাপাড়ার বামপন্থী ছাত্র,যুব ও মহিলা সংগঠন।
বিজেপি নেতা দিলীপ ঘোষের করা বিভিন্ন মন্তব্য প্রসঙ্গে দিলীপ ঘোষ কে তুলোধুনো করলেন এস এফ এই কাঁচরাপাড়া লোকাল কমিটির অন্যতম নেতৃত্ব অনিকেত ভৌমিক।
Leave a Reply