নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- –হবিবপুর ব্লকের ধুমপুর গ্রাম পঞ্চায়েতের,আকালপুর গ্রামে পল্টন হাঁসদা বাড়ি হইতে রমেশ মার্টির জমি পর্যন্ত মুখ্যমন্ত্রী মন্ত্রী অনুপ্রেরণায় BCW তহবিল থেকে প্রায় ৪০ লক্ষ টাকা ব্যয়ে প্রায় এককিলো মিটার কংক্রিট ঢালাই রাস্তার কাজের শুভ শিলান্যাস করলেন শুক্রবার দুপুরে মালদা জেলা পরিষদের ক্ষুদ্র শিল্প ও বিদ্যুৎ দপ্তরের
কর্মদক্ষ রেজিনা মুর্ম এদিন নারকেল ফাটিয়ে মিষ্টি মুখ করিয়ে এই রাস্তার শুভ শিলার নাচ ছিলেন না করা হয়। এদিন
উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের ক্ষুদ্র শিল্প ও বিদ্যুৎ দপ্তরের কর্মদক্ষ রেজিনা মুর্মু , হবিবপুর পঞ্চায়েত সমিতির বিরোধী দল নেতা বিরাজ মন্ডল , হবিবপুর পঞ্চায়েত সমিতির সদস্যা উজালা রায় বর্মন সহ এলাকাবাসীরা।বহুদিন ধরে বেহাল অবস্থা থাকাকালী অবশেষে রাস্তার কাজ শুরু হতে খুশি গ্রামবাসী।
আকালপুর গ্রামে পল্টন হাঁসদা বাড়ি হইতে রমেশ মার্টির জমি পর্যন্ত মুখ্যমন্ত্রী মন্ত্রী অনুপ্রেরণায় BCW তহবিল থেকে প্রায় ৪০ লক্ষ টাকা ব্যয়ে প্রায় এককিলো মিটার কংক্রিট ঢালাই রাস্তার কাজের শুভ শিলান্যাস।

Leave a Reply