দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- দক্ষিণ দিনাজপুর জেলায় বংশীহারী থানার অন্তর্গত ধূমসাদীঘি এলাকায় মিঠুন চক্রবর্তী খুনের অন্যতম অভিযুক্ত রবিউলকে সাত দিনের পুলিশি হেফাজত দিল আদালত।
বেশ কয়েক মাস আগে ধূমসাদীঘি এলাকায় সুদের ব্যবসায়ী মিঠুন চক্রবর্তী খুন হয়। সেই ঘটনায় পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করে। তবে বুধবার মুম্বাই থেকে এই খুনের সাথে জড়িত অন্যতম অভিযুক্ত রবিউলকে গ্রেপ্তার করে বংশীহারী থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে রবিউলের বাড়ি মালদা জেলার নালাগোলায়।
শুক্রবার অভিযুক্তর শারীরিক পরীক্ষার পরে পুলিশ গঙ্গারামপুর মহকুমা আদালতে সাত দিনের পুলিশি হেফাজত চেয়ে পেশ করলে মহামান্য আদালত তা মঞ্জুর করেন।
এই বিষয়ে গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক টেলিফোনে জানান..
Leave a Reply