পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র সৈকত দিঘাতে অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন হতে চলেছে জগন্নাথ দেবের মন্দির,সেই মন্দির উদ্বোধনের আগে দীঘার মাইতি ঘাটের কাছের কাছে রবিবার বিকেলে সমুদ্রে জলে ভেসে উঠলো জগন্নাথদেবের কাঠের মূর্তি। যাকে ঘিরে শোরগোল পড়ে যায় সৈকত শহর দীঘায়। জানা গিয়েছে ওই মাইতি ঘাটে নতুন ঘাট তৈরির কাজ চলছিল। মিস্ত্রিদের চোখে পড়লে ঠাকুরটাকে তুলে এনে পাড়ে নিয়ে আসেন। মুহূর্তের মধ্যে এই খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী থেকে পর্যটকরা ভিড় জমান ঠাকুরকে দেখতে। আগামী অক্ষয় তৃতীয়ার দিন জগন্নাথ মন্দিরের শুভ উদ্বোধন রয়েছে। আশ্চর্যজনকভাবে ওই জগন্নাথ দেবের মন্দিরের সামনে যে ঘাটে তৈরি হচ্ছে সেখানেই ঠাকুর ভেসে উঠলো।
উদ্বোধনের আগে দীঘার মাইতি ঘাটের কাছের কাছে রবিবার বিকেলে সমুদ্রে জলে ভেসে উঠলো জগন্নাথদেবের কাঠের মূর্তি।

Leave a Reply