নিজস্ব সংবাদদাতা, মালদা—মালদার গাজোলে এলেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধি দল।রবিবার সন্ধ্যা নাগাদ গাজোল থানায় সৌজন্য সাক্ষাৎ করলেন গাজোল থানার আইসি আশীষ কুন্ডু সঙ্গে। শিশু সুরক্ষা কমিশনের পক্ষ থেকে জানা গিয়েছে গাজোল থানাতে পকশো কতগুলো কেস পরছে কিভাবে কি করছে সেই সব বিষয় নিয়ে আলোচনা ও ঘুরে দেখেন। পাশাপাশি মালদা জেলার কালিয়াচকের দুটি শিশুর বল ভেবে খেলতে গিয়ে বোমা বিস্ফোরণ হয়ে গুরুতর জখম হয় সে শিশুটির বাড়িতে গিয়ে সাক্ষাৎ করেন এছাড়া হসপিটালে একটি শিশু রয়েছে সেটিও গিয়ে দেখেন।
রাজ্য শিশু সুরক্ষা কমিশনের এই প্রতিনিধি দলে রয়েছেন অনন্যা চক্রবর্তী, তুলিকা দাস সহ তিনজনের প্রতিনিধি এসছিলেন।
গাজোলে এল রাজ্য শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধি দল।

Leave a Reply