চিকিৎসার জন্য প্রচুর অর্থের প্রয়োজন, কিন্তু পরিবারের সেই অর্থ বল নেই, ফলে একপ্রকার বাড়িতে শুয়ে দিন কাটছে পরিতোষ রায়ের।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- ফালাকাটা ব্লকের গুয়াবর নগর গ্রাম পঞ্চায়েতের প্রমোদনগর এলাকার বাসিন্দা পরিতোষ রায় গত ১৪ এপ্রিল জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের বেলাকোবা গ্রাম পঞ্চায়েতের হসপিটাল পাড়া এলাকায় চড়ক ঘোরার সময় পরে যান। গুরুতর যখম হয়ে হাত, বুক, মেরুদন্ড সহ শরীরের বিভিন্ন জায়গায় চোট পান। সেখান থেকে উদ্ধার করে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপর প্রমোদনগর নিয়ে আসা হয়। বর্তমানে তার অবস্থা গম্ভীর হওয়াতে উন্নত চিকিৎসার প্রয়োজন। কিন্তু বাঁধা অর্থ। জানা গিয়েছে, তার এই চিকিৎসায় ইতিমধ্যেই অনেক অর্থ খরচ হয়ে গিয়েছে। তিনি ছিলেন একমাত্র বাড়ির উপার্জক। চিকিৎসার জন্য প্রচুর অর্থের প্রয়োজন, কিন্তু পরিবারের সেই অর্থ বল নেই। ফলে একপ্রকার বাড়িতে শুয়ে দিন কাটছে পরিতোষ রায়ের। তার পরিবারের রয়েছে তার সহ-ধর্মিনী, দুই সন্তান। তার স্ত্রী বনবাসী রায় জানান, স্বামীর আয়েই চলে পুরো সংসার। তিনি অসুস্থ হয়ে পড়ে আছেন। চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা প্রয়োজন। তাই সকলের কাছে আর্জি জানাচ্ছি, যতটা পারবেন সাহায্য করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *