দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- গঙ্গারামপুর বাসস্ট্যান্ড এলাকায় ভুয়ো নার্সিং ট্রেনিং সেন্টার চালানোর অভিযোগে তিন যুবককে গ্রেফতার করলো গঙ্গারামপুর থানার পুলিশ।অভিযোগ, এই চক্রটি নার্সিং ট্রেনিং দেওয়ার নাম করে বহু মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, এই ভুয়ো ট্রেনিং সেন্টারটি দীর্ঘ 1বছর ধরে সাধারণ মানুষকে প্রলুব্ধ করে আসছিল। তারা প্রশিক্ষণের নামে শিক্ষার্থীদের কাছ থেকে ১৫ হাজার থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত আদায় করত। প্রায় ৩০ জন ভুক্তভোগী এই প্রতারণার শিকার হয়েছেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে গঙ্গারামপুর থানার পুলিশ অভিযান চালিয়ে তিন অভিযুক্তকে গ্রেফতার করে। ধৃতরা হলেন কৃষ্ণকান্ত মন্ডল (24),অসীম কুমার জানা (24),পবিত্র জানা (22) সকলের বাড়ি পূর্ব মেদিনীপুর এলাকায়। এই ঘটনার সাথে আর কে বা কারা জড়িত রয়েছে তার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর,গঙ্গারামপুর শহরের বাসস্ট্যান্ড এলাকায় বিল্ডিং ভাড়া নিয়ে নারিস হেলথ ডিপার্টমেন্ট নামে একটি ভুয়ো নার্সিং ট্রেনিং সেন্টার চালাতো অভিযুক্তরা।এই চক্রটি নার্সিং ট্রেনিং দেওয়ার নাম করে মানুষের কাছ থেকে ১৫ থেকে ৩০ হাজার টাকা নিতো বলে অভিযোগ। তবে বেশ কিছু দিন সেন্টারে যাওয়ার পরেই সন্দেহ হয় কয়েকজন মহিলার। নার্সিং ট্রেনিং এর নাম করে বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করার কথা বলা হত বলে অভিযোগ। ঘটনা নিয়ে গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে ওই সেন্টারে হানা দেয় গঙ্গারামপুর থানার পুলিশ। হানা দিয়ে তিনজনকে গ্রেফতার করে পুলিশ। দশদিনে পুলিশে হেফাজতে চেয়ে রবিবার ধৃতদের তোলা হলো গঙ্গারামপুর মহকুমা আদালতে।
Leave a Reply