আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- স্থানীয় সূত্রে জানা যায় রবি ওরাও নামে এক কৃষকের জমিতে ছাগল গিয়ে ফসল নষ্ট করে, রবি ওরাও ক্ষিপ্ত হয়ে সেই ছাগলকে হত্যা করে, তার প্রতিবাদ করতে যান ছাগল মালিক ভূপেন রায়, ছাগল হত্যার প্রতিবাদ করেন, বলেন আপনার জমির ফসল খেলে আপনি সরকারি আইন মতে সরকারি খোঁয়াড়ে দিতে পারতেন, আপনি পশু হত্যা করতে পারেন না, সেটা বলাই ভূপেনবাবুর উপর হামলা চালান, রবি ওরাও এবং তার দলবল, আহত অবস্থায় ভূবন রায়, আলিপুরদুয়ার থানায় আইনের দ্বারস্থ হয়, রবি ওরাও, নামে ছাগল হত্যা এবং মারধর অভিযোগ আনেন। সেই ঘটনার পাল্টা রবি ওরাও, বাইরে থেকে লোক এনে আলিপুরদুয়ার থানা ঘেরাও করেন, এবং বাঙালি হাটাও, রাজবংশী হাটাও স্লোগান দেন, সেটা থেকেই সাম্প্রদায়িক বিশৃঙ্খলা শুরু, তারপরে মাঠে নেমে পড়েন রাজবংশী সম্প্রদায়ের লোকেরা, রবি ওরাওকে গ্রেফতার না করলে বৃহত্তম আন্দোলন হুঁশিয়ারি দিলেন রাজবংশী সমাজ। এবং তার সঙ্গে থানা ঘেরাও কর্মসূচিতে যে দুষ্কৃতীরা ছিল তাদেরও গ্রেফতারে, করতে হবে, একথা জানান নর্থ বেঙ্গল রাজবংশী কান্তপুরি প্রেসিডেন্ট, দীপেন রায়, এবং হরি অধিকারী, স্থানীয়রা রবি ওরাওয়ের এর উপর ক্ষিপ্ত হয়ে বিক্ষোভ দেখান এবং নানান অভিযোগ আনায়।
রবি ওরাও নামে এক কৃষকের জমিতে ছাগল গিয়ে ফসল নষ্ট করে, রবি ওরাও ক্ষিপ্ত হয়ে সেই ছাগলকে হত্যা করে, চাঞ্চল্য এলাকায়।

Leave a Reply