কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:- সিতাইয়ে একগুচ্ছ উন্নয়ন প্রকল্পের নির্মাণ কাজের শুভ সূচনা করলেন সাংসদ। রবিবার দুপুর থেকে একে একে এই নির্মাণ কাজের শুভ সূচনা করেন সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। এদিন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থানুকূল্যে সিতাই রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমের দুইটি শ্রেণিকক্ষের উলম্ব সম্প্রসারণ, নতুন সিঁড়ি এবং সিতাই পি ডব্লিউ ডি রোড থেকে সিতাই রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রম হয়ে রতন পালের বাড়ি থেকে শ্যামল পালের বাড়ি পর্যন্ত রাস্তা নির্মাণ কাজের সূচনা হয়। যার প্রকল্প খরচ ১,৩৬,২৮,৭৫১ টাকা। এরপর পূর্ত বিভাগের অর্থানুকূল্যে ১০কিমি দৈর্ঘ্য পর্যন্ত সিতাই বরথরের রাস্তা প্রশস্তকরণ এবং শক্তিশালীকরনের নির্মাণ কাজের সূচনা হয়। যার প্রকল্প খরচ ১৫,৫৬,৪৪,৩৪৪ টাকা। এছাড়াও চামটা গ্রাম পঞ্চায়েতের পাগলারহাট থেকে ধুন্ধের পাড় পর্যন্ত ২০০০ মিটার দৈর্ঘ্যের বিটুমিনাস রাস্তা নির্মাণ কাজের সূচনা। যার প্রকল্প খরচ ১,৪৯,৬৩,১৪৭ টাকা। এছাড়াও মনছুর আলী উচ্চ বিদ্যালয় হয়ে হরিবোলা হাট থেকে সর্বেশ্বর জয় দুয়ার পর্যন্ত ৩৭০০ মিটার দৈর্ঘ্যের বিটুমিনাস রাস্তা নির্মাণ কাজের সূচনা হয়। যার প্রকল্প খরচ ২,২৮,৪৭,৫৮৪ টাকা।
সিতাই পি ডব্লিউ ডি রোড থেকে সিতাই রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রম হয়ে রতন পালের বাড়ি থেকে শ্যামল পালের বাড়ি পর্যন্ত রাস্তা নির্মাণ কাজের সূচনা।

Leave a Reply