মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- বেলডাঙা দুই ব্লকের রেজিনগর থানার ছেতিয়াানি এলাকার ৩৪ নং জাতীয় সড়কের উপরে ট্রাক ও বাইকের সংঘর্ষে মৃত্যু হয় বাইকের পিছনে বসে থাকা এক গৃহবধূর । পুলিশ সূত্রে জানা যায় বাইকে করে রেজিনগর থেকে স্বামী স্ত্রী এক সঙ্গে বেলডাঙা থানার মির্জাপুর বাদামপাড়ায় গৃহবধুর মায়ের বাড়িতে বেড়াতে আসছিল। ওই সময় ৩৪ নং জাতীয় সড়কের উপরে পিছন থেকে একটি ট্রাকের ঢাকায় বাইক থেকে পড়ে যায় ওই গৃহবধি এবং ট্রাকের চাকায় ফিস্ট হয়ে মৃত্যু হয় ওই গৃহবধূর। ওই গৃহবধুর নাম ফজেলা খাতুন বয়স ২৫
৩৪ নং জাতীয় সড়কের উপরে ট্রাক ও বাইকের সংঘর্ষে মৃত্যু হয় বাইকের পিছনে বসে থাকা এক গৃহবধূর ।

Leave a Reply