কোচবিহার, নিজস্ব সংবাদদাতা :- মুর্শিদাবাদের ধুলিয়ান এবং শামসের গঞ্জে সাম্প্রদায়িক হিংসার প্রতিবাদে কুচবিহার জেলাশাসকের কাছে ডেপুটেশন দিল বিজেপি।
এদিন দুপুর দুটো নাগাদ কোচবিহার জেলা বিজেপি কার্যালয় থেকে একটি মিছিল বের করে বিজেপি। এবং সেই মিছিল কোচবিহার শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে কোচবিহার জেলাশাসকের দপ্তরে যায় তারা। তবে জেলাশাসকের দপ্তরের আগেই তাদের আটকে দেয় কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ এবং পরবর্তীতে দেখা যায় বিজেপি কর্মী ও জেলা নেতৃত্বরা সেখানে বিক্ষোভ প্রদর্শন করে এবং তার কিছুক্ষণ পর বিজেপির জেলা নেতৃত্ব কোচবিহার জেলা শাসকের কাছে যান ডেপুটেশন দিতে এবং ডেপুটেশন দিয়ে এসে পুনরায় তারা তাদের মিছিল করে কোচবিহার জেলা বিজেপি কার্যালয়ে যায়।
এদিন সেখানে দেখা গিয়েছে যাতে করে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই উদ্দেশ্যকে মাথায় রেখে বিশাল পুলিশ বাহিনী ছিল সেই ঘটনাস্থলে।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির জেলা নেতৃত্বরা জানান তারা মোট ছয়টি বিষয় নিয়ে তারা গিয়েছিলেন জেলা শাসকের কাছে দেখা করতে তবে সেখানে জেলাশাসকের উপস্থিতি ছিল না।
তারা জানান তারা বারংবার জেলা শাসকের কাছে এলেই জেলা শাসক থাকেন না কেন থাকেন না সেই বিষয়ে তাদের কোন অবগত নেই।
সেই কারণে দিন তারা ওখানকারই এক আধিকারিককে ডেপোজিশন দেন।
বিভিন্ন দাবী নিয়ে কোচবিহার জেলা বিজেপি কার্যালয় থেকে একটি মিছিল বের করে বিজেপি।

Leave a Reply