শাশুড়ি বৌমাকে খুনের অভিযোগ উঠল তার আত্মীয়ের বিরুদ্ধে, চাঞ্চল্য এলাকায়।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- জমির মাটি বিক্রি করাকে কেন্দ্র করে পারিবারিক বিবাদের জেরে শাশুড়ি বৌমাকে খুনের অভিযোগ উঠল তার আত্মীয়ের বিরুদ্ধে। মৃত বৌমার নাম সুপ্রিয়া দাস (২৪), শাশুড়ি মিনু দাস (৬২)। নন্দকুমার থানার বরগোদা এলাকার ঘটনা। ঘটনায় দুই ব্যক্তিকে আটক করেছে নন্দকুমার থানার পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, নন্দকুমার থানার বরগোদা এলাকার বাসিন্দা গুরুপদ দাসের সঙ্গে তাঁর ভাই সুভাষ দাসের বেশ কিছুদিন ধরেই জমি সংক্রান্ত বিবাদ চলছিল। এমন অবস্থায় রবিবার দুপুরে বাড়ির কিছুটা দূরত্বে জমি নিয়ে দুই পক্ষের মধ্যে ঝামেলা হয়। এরপর সন্ধ্যা প্রায় সাড়ে সাতটা নাগাদ সুভাষ দাস দলবল নিয়ে চড়াও হয় গুরুপদ দাসের বাড়িতে। অভিযোগ, সুভাষ দাস লোহার রড, কাঁচি ও কাঁচের বোতল দিয়ে আঘাত করে গুরুপদ ও তার স্ত্রী মিনু এবং বৌমা সুপ্রিয়া, ছেলে পূর্ণেন্দুর উপর। ঘটনায় স্থানীয়রা তাদের উদ্ধার করে তাম্রলিপ্ত গভমেন্ট মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে নিয়ে গেলে সুপ্রিয়া দাসকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা। চিকিৎসাধীন অবস্থায় রাতে মৃত্যু হয় মিনু দাসের, এবং বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে রয়েছে গুরুপদ দাস।

ঘটনায় নন্দকুমার থানার পুলিশ শ্রীনিবাস দাস ও ঋষিকেশ দাসকে আটক করে। এখনো পর্যন্ত সুভাষ দাস সহ তাঁর পরিবারের লোকেরা পলাতক রয়েছেন। বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *