নিজস্ব সংবাদদাতা, মালদা—নতুন পদ্ধতিতে মাধ্যমে চাষের জমিতে স্প্রে।অল্প সময়ে বেশি পরিমাণ জমিতে কীটনাশক স্প্রে করতে অত্যাধুনিক প্রযুক্তি হিসেবে ড্রোন ব্যবহারে চাষীদের উৎসাহিত করতে উদ্যোগ গ্রহণ করল মালদা জেলা প্রশাসন। উদ্যোগের অঙ্গ হিসেবে জেলা কৃষি দপ্তরের পক্ষ থেকে ড্রোন উড়িয়ে চাষীদের হাতে-কলমে প্রশিক্ষণ দিলেন জেলা কৃষি দপ্তরের আধিকারিকরা। প্রশিক্ষণ পর্বে হাজির ছিলেন মালদার অতিরিক্ত জেলাশাসক অনিন্দ্য সরকার সহ জেলা ও ব্লক কৃষি দপ্তরের আধিকারিকরা। ড্রোন উড়িয়ে কীভাবে জমিতে অল্প সময়ে, অল্প খরচে বেশি পরিমাণ জমিতে কীটনাশক স্প্রে করা যায় তা হাতে-কলমে প্রশিক্ষণ দিলেন তারা। মঙ্গলবার এমনটাই প্রশিক্ষণের ছবি নজরে এল পুরাতন মালদার ভাবুক গ্রাম পঞ্চায়েত এলাকায়।
জেলা কৃষি দপ্তরের পক্ষ থেকে ড্রোন উড়িয়ে চাষীদের হাতে-কলমে প্রশিক্ষণ দিলেন জেলা কৃষি দপ্তরের আধিকারিকরা।

Leave a Reply