নিজস্ব সংবাদদাতা, মালদা— বয়স মাত্র ১২ বছর। আর এই বয়সেই মারণ ব্যাধি ক্যান্সারে আক্রান্ত পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রী। পরিযায়ী শ্রমিকের হতদরিদ্র পরিবারের মেয়ে ক্যান্সার আক্রান্ত, অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন অসহায় পরিবারবর্গ- এই খবর জানতে পেরেই সেই অসহায় পরিবারবর্গের পাশে দাঁড়িয়ে সাহায্য-সহযোগিতার আশ্বাস দিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। সোমবার রাতে মন্ত্রী সাবিনা ইয়াসমিনের এমনই মানবিক রূপ চাক্ষুষ করলেন, মালদার কালিয়াচক-২নং ব্লকের পঞ্চানন্দপুর-২নং অঞ্চলের সুলতানটোলার বাসীন্দারা। জানা গেছে, ওই এলাকার বাসীন্দা পেশায় পরিযায়ী শ্রমিক আজিমউদ্দিন সেখ। তার বাড়িতে স্ত্রী ছাড়াও রয়েছে চার নাবালক ছেলেমেয়ে। তাদের মধ্যে একজন বর্তমানে ক্যান্সার আক্রান্ত। তার নাম আরিফা খাতুন। সে স্থানীয় এক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। সম্প্রতি তার শরীরে মারণ ব্যাধি ক্যান্সারের জীবাণু ধরা পড়েছে। সে ব্লাড ক্যান্সারে আক্রান্ত। তাই তাকে নিয়ে দুশ্চিন্তায় হতদরিদ্র পরিবারের চোখের মুখ উঠেছে। দিন আনা দিন খাওয়া পরিবারের পক্ষে ক্যান্সারের মতো রোগের চিকিৎসা করা অসম্ভব হয়ে পড়েছে। তাই গ্রামেরই এক সদহয় যুবক সম্প্রতি সোসাল মিডিয়ায় ভিডিও করে সাহায্যের জন্য আবেদন জানান। সেই আবেদন চোখে পড়তেই সোমবার রাতে ক্যান্সার আক্রান্ত আফিরা খাতুনের বাড়ি ছুটে যান স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। তিনি আরিফার চিকিৎসার জন্য অসহায় পরিবারবর্গের হাতে কিছু আর্থিক সাহায্য তুলে দেন এবং অন্যদেরও পরিবারটির প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য আবেদন জানান।
পরিযায়ী শ্রমিকের হতদরিদ্র পরিবারের মেয়ে ক্যান্সার আক্রান্ত, অসহায় পরিবারবর্গের পাশে দাঁড়িয়ে সাহায্য-সহযোগিতার আশ্বাস দিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন।

Leave a Reply