পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড় কাঁথির উপকন্ঠে কাঁথি ৩ ব্লকের কুসুম গ্রাম পঞ্চায়েতের উত্তর শেরপুর দেশবন্ধু সমবায় সমিতির নির্বাচনে বিজেপির জয়জয়কার। ১৯৪১ সালে প্রতিষ্ঠিত সমবায় সমিতির এই নির্বাচন ঘিরে প্রথম থেকেই উত্তেজনা ছিল চরমে।পুলিশে পুলিশে ছয়লাপ।কাঁথির এস ডি পি ও,কাঁথি আই সি,মারিশদা ওসি প্রথম থেকেই নির্বাচনে উপস্থিত ছিলেন।দু একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া নির্বাচন ছিল শান্তি পূর্ন।১২ টি আসনে একটি আসন সংরক্ষিত। সেই একটি আসনে তৃনমূল বিনা প্রতিদ্বন্দ্বিতায় এ জিতে যায়।বাদবাকি ১১ টি আসনে বিপুল ভোটে বিজেপি জয়লাভ করে। নয়টি গ্রামকে নিয়ে এই সমবায় সমিতি।শেরপুর,আলমপুর,কান্ডগ্রাম
জুকিভেড়ি,খালবনমালীপুর,উত্তর পিঠুলিয়া,দক্ষিন পিঠুলিয়া,রানিওড়া,ভেকুটিয়া নিয়ে এই সমবায়,সমিতি।কয়েকটি গ্রাম সংখ্যালঘু অধ্যুষিত হলেও সেখানে বিজেপি সমর্থিত প্রার্থীদের বিপুল ভোটে জয়লাভ রাজ্য রাজনীতির ক্ষেত্রে নতুন কোন সমীকরন তৈরি করে কিনা দেখার বিষয়।ভবিষ্যতে কাঁথির এই সমবায় নির্বাচন ২০২৬ এর বিধান সভায় প্রভাব ফেলে কিনা তা দেখার বিষয়।নির্বাচিত সকল প্রার্থীদের শুভেচ্ছা জানান কাঁথি ৩ পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা রাজশেখর মন্ডল,মন্ডল সভাপতি শম্ভুরাম রানা,সুরভী খামারী মন্ডল,কাঞ্চন মন্ডল,বিশ্বজিৎ শাসমল,অজিতেশ শীট,প্রভাত বেরা,প্রদীপ মন্ডল,গৌরাঙ্গ জানা,মিতালী শাসমল প্রমুখ।রাজশেখর মন্ডল বলেন এই জয় শিক্ষিত মানুষদের পরিবারের হাহাকারের প্রতিবাদ স্বরূপ। রাষ্ট্রের চৌর্যবৃত্তির স্তুুপ জমতে জমতে মহিরুহে পরিনত হয়েছ।স্বাস্থ্য রসাতলে,শিক্ষা আজ ভু লুন্ঠিত,রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি। ভারতের ঐতিহ্য সনাতনীরা আজ বাস্তুহার নিজ ভূমে।তার প্রতিবাদের ফসল এই জয়।খেটে খাওয়া নিরন্ন মানুষের মুষ্টিবদ্ধ হাতের একাগ্রতা আর শুভেন্দু অধিকারীর অপরাজেয় বিদ্রোহের লেলিহান শিখার প্রতি কৃতজ্ঞতা। শম্ভুরাম রানা সকল কে ধন্যবাদ জানান তাদের এই অদম্য মানসিক জোর কে সফল ভাবে রূপায়নের জন্য।
শুভেন্দু অধিকারীর গড় কাঁথির উপকন্ঠে কাঁথি ৩ ব্লকের কুসুম গ্রাম পঞ্চায়েতের উত্তর শেরপুর দেশবন্ধু সমবায় সমিতির নির্বাচনে বিজেপির জয়জয়কার।

Leave a Reply