নিজস্ব সংবাদদাতা শিলিগুড়ি:- কাশ্মীরের নারকীয় ঘটনায় গর্জে উঠেছে গোটা দেশ। চারিদিকে জানানো হচ্ছে ধিক্কার। তীব্র প্রতিবাদ চলছে। এদিন শিলিগুড়িতে বিভিন্ন জায়গায় এই ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়। প্রসঙ্গত শিলিগুড়ি 12 নম্বর ওয়ার্ডে কাশ্মীরের জঙ্গি হানায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানান সংশ্লিষ্ট ওয়ার্ডের বাসিন্দারা। ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাসুদেব ঘোষ জানান এই ঘটনা চরম নিন্দনীয় ঘটনা। নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন করা হয়।
কাশ্মীরের নারকীয় ঘটনায় গর্জে উঠেছে গোটা দেশ, মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানান শিলিগুড়ি ১২ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা।

Leave a Reply