প্রতিবাদ মিছিল ভগবানগোলায় বিদ্যালয়গুলোর অচলাবস্থা দূর করার এবং অযোগ্য সিদ্ধান্তের ফলে বরখাস্ত বা স্থানান্তরিত যোগ্য শিক্ষক-শিক্ষিকাদের পুনর্বহালের দাবিতে।

ভগবানগোলা, নিজস্ব সংবাদদাতা :-;ভগবানগোলা-১ ব্লকের অন্তর্গত একাধিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা আজ, বুধবার বিকেল সাড়ে চারটায় একটি প্রতিবাদ মিছিলে সামিল হন। মিছিলটি আয়োজন করা হয় বিদ্যালয়গুলোর অচলাবস্থা দূর করার এবং অযোগ্য সিদ্ধান্তের ফলে বরখাস্ত বা স্থানান্তরিত যোগ্য শিক্ষক-শিক্ষিকাদের পুনর্বহালের দাবিতে।

শিক্ষাকর্মীদের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে বেশ কয়েকটি বিদ্যালয়ে শিক্ষক সংকট, প্রশাসনিক অনিশ্চয়তা ও অযোগ্য সিদ্ধান্তের কারণে শিক্ষার স্বাভাবিক গতি ব্যাহত হয়েছে। ফলস্বরূপ, শিক্ষার্থীদের শিক্ষা ও ভবিষ্যৎ প্রশ্নের মুখে পড়েছে।

প্রতিবাদীদের দাবির মধ্যে অন্যতম ছিল—যোগ্য শিক্ষক-শিক্ষিকাদের অবিলম্বে সসম্মানে বিদ্যালয়ে ফিরিয়ে আনা এবং বিদ্যালয়ের অচলাবস্থা দ্রুত দূর করা। তাঁদের বক্তব্য, শিক্ষাব্যবস্থাকে সচল রাখতে হলে প্রশাসনকে দ্রুত কার্যকরী পদক্ষেপ নিতে হবে।

মিছিলটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। ভগবানগোলা শহরের প্রধান প্রধান পথ পরিক্রমা করে এই মিছিল ভগবানগোলা রেলস্টেশনে এসে শেষ হয়। শিক্ষক সমাজ প্রশাসনের কাছে যথাযথ হস্তক্ষেপের আবেদন জানিয়ে স্পষ্ট বার্তা দেন—“শিক্ষার প্রতি অবহেলা চলবে না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *