নিজস্ব সংবাদদাতা, মালদা, ২৩ এপ্রিল: উত্তরবঙ্গে এই প্রথম দেশদ্রোহীতার মামলায় সাজা ঘোষণা। জালনোট পাচারের ঘটনায় দুই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করল মালদা জেলা আদালত।
আইনজীবী সুদীপ্ত গঙ্গোপাধ্যায় জানান, ২০২১ সালে ১১ ডিসেম্বর মেহবুব আনসারি ও নাজির হোসেন রথবাড়ি এলাকায় জালনোটের পাচার চালাচ্ছিল। সেই ঘটনার খবর পেয়ে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স ও ইংরেজবাজার থানার পুলিশ যৌথভাবে রথবাড়ি এলাকায় হানা দেয়। দু’জনের হেপাজত থেকে ১ লক্ষ ৪৮ হাজার টাকার জালনোট উদ্ধার হয়। উদ্ধার হওয়া সমস্ত নোটগুলি ৫০০ টাকার ছিল। এই ঘটনায় ৯ জনের লাক্ষীর ভিত্তিতে দুজনকে দোষী সাব্যস্ত করে মালদা জেলা আদালত। বিচারক শুভায়ু বন্দ্যোপাধ্যায় জালনোট মজুত করা ও ষড়যন্ত্রের জন্য সাত বছরের কারাদণ্ড ও ২৫ হাজার টাকা করে জরিমানা, জালনোট চালানে পাঁচ বছরের কারাদণ্ড এবং বেআইনি কার্যকলাপে ৫ বছরের কারাদণ্ড ও ২৫ হাজার টাকা করে জরিমানার নির্দেশ দিয়েছেন।
মালদা জেলা আদালত জালনোট পাচারের ঘটনায় দুই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করল।

Leave a Reply