দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ – গঙ্গারামপুর: মর্মান্তিক পথদুর্ঘটনা, লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল সাড়ে তিন বছরের এক শিশুর। ঘটনায় শোকের ছায়া মৃত শিশুর পরিবার সহ এলাকাজুড়ে। জানা গেছে মৃত শিশুটির নাম দেবাংশী মন্ডল।সে স্থানীয় একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের নার্সারির ছাত্রী ছিল।
পরিবার সূত্রে খবর,আজ দুপুরে স্কুল ছুটির পর বাবার সঙ্গে বাইকে করে বাড়ি ফিরছিল শিশুটি। সেইসময় নয়াবাজার দুর্গাপুর শ্মশান এলাকায় নয়াবাজার থেকে গঙ্গারামপুরের দিকে আসা একটি লরির সাথে ধাক্কা লাগে মোটরবাইকের। ঘটনায় লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় শিশুটির। সঙ্গে ঘটনায় আহত হয় হিমাংশু মন্ডল নামে ওই বাইক চালক। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনার খবর পেয়ে গঙ্গারামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে।এদিকে ঘটনার পর লরিটি আটক করেছে গঙ্গারামপুর থানার পুলিশ।
এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বাইট
সুধাংশু মন্ডল (মৃত শিশুর আত্মীয়)
সুজয় দাস (আত্মীয়)
প্রণব সরকার (প্রত্যক্ষদর্শী)
Leave a Reply