কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:-পেট্রোলের গুণগত মান ও ন্যায্য পেট্রোল যাতে ক্রেতারা পায় সেই বিষয় গুলো খতিয়ে দেখার জন্য পশ্চিমবঙ্গ বিধানসভা থেকে পাঁচজন বিধায়কের একটি টিম উত্তরবঙ্গের তিনটি জেলায় এলেন পরিদর্শনে ।জানাজায় গতকাল তারা আলিপুরদুয়ারের বেশ কিছু পেট্রোল পাম্প পরিদর্শন করেন, এরপর আজ তারা কোচবিহারের বিভিন্ন পেট্রোল পাম্পে গুণগতমান ঠিক রয়েছে কি না তা পরিদর্শন করছেন। এবং ঠিক একই ভাবে আগামীকাল তারা জলপাইগুড়িতে এই পরিদর্শন করবেন বলে জানান।জানাজায় এই পেট্রোল পাম্প পরিদর্শনে কনজুমার ও কর্পোরেশনের স্ট্যান্ডিং কমিটি যেটা বিধানসভায় রয়েছে তাদেরই পাঁচজনের একটি প্রতিনিধি দল উত্তরবঙ্গের এই তিন জেলায় পরিদর্শন করছেন।এদিন পরিদর্শন শেষে কি জানালেন এবং পেট্রোল পাম্প এর মালিক কি জানালেন শুনে নেওয়া যাক।
পেট্রোলের গুণগত মান ও ন্যায্য পেট্রোল যাতে ক্রেতারা পায় সেই বিষয় গুলো খতিয়ে দেখার জন্য পশ্চিমবঙ্গ বিধানসভা থেকে পাঁচজন বিধায়কের একটি টিম উত্তরবঙ্গের তিনটি জেলায় এলেন পরিদর্শনে ।

Leave a Reply