এক মাইল এলাকায় এক অসহায় বৃদ্ধা দীর্ঘদিন ধরে অন্যের বাড়িতে পড়ে রয়েছেন, এমন খবর পেয়ে তৎপর হন কাউন্সিলর।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা : মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত গড়ে তুললেন বালুরঘাট পৌরসভার ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রদীপ্তা চক্রবর্তী। এক মাইল এলাকায় এক অসহায় বৃদ্ধা দীর্ঘদিন ধরে অন্যের বাড়িতে পড়ে রয়েছেন, এমন খবর পেয়ে তৎপর হন কাউন্সিলর।

বুধবারই তিনি খবর পান, দ্রুত যোগাযোগ করেন বালুরঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সরকারের সঙ্গে। পরদিনই দু’জনে পৌঁছে যান ওই বৃদ্ধার কাছে। খোঁজখবর নিয়ে তাঁদের তরফে প্রাথমিক সাহায্য পৌঁছে দেওয়া হয়।

প্রদীপ্তা চক্রবর্তী জানান, ‘‘এই পরিস্থিতিতে চুপ করে থাকা যায় না। যতটা পারি, পাশে থাকার চেষ্টা করব।’’ একই সুরে অরূপ সরকার বলেন, ‘‘ওই বৃদ্ধার পাশে ভবিষ্যতেও থাকব।’’

স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছে এই মানবিক উদ্যোগ। তাঁদের মতে, জনপ্রতিনিধিরা এমনভাবে পাশে দাঁড়ালে সমাজ আরও সুন্দর হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *