ওয়াকফ থেকে ইস্যু ঘুরাতে এই হামলা বিজেপির পরিকল্পিত, জঙ্গিদের মদত এবং আশ্রয়দাতা বিজেপি, বেফাঁস মন্তব্য তৃণমূল সভানেত্রী মর্জিনা খাতুনের।

নিজস্ব সংবাদদাতা, মালদা ;২৬এপ্রিল:- পেহেলগাঁও জঙ্গি হামলা নিয়ে যখন শোকে এবং ক্ষোভে ফুসছে সারা ভারত বর্ষ। রাজনীতির উর্ধ্বে উঠে সর্বদলীয় বৈঠকে যখন প্রত্যেকটা রাজনৈতিক দল পাকিস্তানের বিরুদ্ধে পদক্ষেপে সরকারের পাশে থাকার বার্তা দিচ্ছে।যখন স্পষ্ট শান্ত কাশ্মীরকে অশান্ত করতে পাকিস্তানের জঙ্গি সংগঠন পাকিস্তানের সরকার এবং সেনাবাহিনীর সাহায্যে এই ঘৃণ্য কর্ম করেছে। যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভারত। তখন ভারতের মাটিতেই বেফাঁস এবং বিতর্কিত মন্তব্য তৃণমূল নেত্রীর। কালভার্ট উদ্বোধন করতে গিয়ে তৃণমূলের জেলা পরিষদ সদস্য তথা ব্লক তৃণমূল সভানেত্রী মর্জিনা খাতুন বলেন ওয়াকফ থেকে ইস্যু ঘুরাতে এই হামলা বিজেপির পরিকল্পিত। জঙ্গিদের মদত এবং আশ্রয়দাতা বিজেপি। তাই সেখানে সেনা ছিল না। সামনে বিহার ভোট তাই বিজেপি সাম্প্রদায়িক বাতাবরণ তৈরি করছে। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের মানকিবাড়ি গ্রাম। ওই গ্রামে ক্যানেলের উপর ছিল বাঁশের সাঁকো। যাতায়াত করতে ব্যাপক সমস্যায় পড়তো এলাকার মানুষ। দীর্ঘদিনের দাবি ছিল কালভার্টের। মালদা জেলা পরিষদের পঞ্চদশ অর্থ কমিশনের বরাদ্দকৃত ১০ লক্ষ টাকায় কালভার্ট নির্মাণ হয়।এদিন কালভার্ট শিলান্যাস করতে আসেন জেলা পরিষদ সদস্য তথা ব্লক তৃণমূল সভানেত্রী মর্জিনা খাতুন।সেখান থেকেই এই ধরনের বিতর্কিত মন্তব্য করেন তিনি। যে জঙ্গি হামলায় সম্পূর্ণ ভাবে যুক্ত পাকিস্তান। অ্যাকশন শুরু করেছে ভারতীয় সেনা। সেখানে এই ধরনের মন্তব্য আসতে নিন্দার ঝড় উঠেছে জেলা জুড়ে। বিজেপির দাবি তৃণমূল নির্লজ্জ। এই মুহূর্তে এই ধরনের মন্তব্য যারা করছে তাদের তদন্তের আওতায় আনা উচিত। যদিও সংবাদ মাধ্যমের সামনে মর্জিনার দাবি তিনি যা বলেছেন ঠিক বলেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *