জম্মু-কাশ্মীরে পহেলগাও এ জঙ্গিদের হামলায় হিন্দু পর্যটকদের উপর আক্রমণ ও হত্যার প্রতিবাদে পাকিস্তানের পতাকায় আগুন ধরিয়ে প্রতিবাদ মালদহে।

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ —জম্মু-কাশ্মীরে পহেলগাও এ জঙ্গিদের হামলায় হিন্দু পর্যটকদের উপর আক্রমণ ও হত্যার প্রতিবাদে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে মালদার গাজোলে শুক্রবার রাতে ধিক্কার মিছিল জানান।পাকিস্তানের যে সকল মাওবাদী, মৌলবাদীদের ও জিয়া হাদী দের বিরুদ্ধে প্রতিবাদ । এই ধিক্কার মিছিলটি প্রথমে গাজোলের বামনগোলা মোড় থেকে শুরু করে গাজোলের স্থানীয় এলাকা দিয়ে ধিক্কার মিছিলটি শুরু হয়ে গাজোল ৫১২ নং জাতীয় সড়ক বিদ্রোহী মোড়ে এসে সেখানে পাকিস্তানের জাতীয় পতাকা আগুন দিয়ে পুড়িয়ে দিয়ে মুরদাবাদ বলে ধিক্কার জানান। ABVP তাদের এমনই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ABVP উত্তরবঙ্গ প্রদেশ সহ-সভাপতি তন্ময় সরকার, উত্তর মালদা সাং জেলা সহ প্রমুখ সুজিত মন্ডল, মালদা বিভাগ SFD প্রমুখ রূপ চাঁদ শীল, গাজোল নগর সম্পাদক নির্মল সিংহ, গাজোল মহাবিদ্যালয় ইউনিট সম্পাদক জীবন ঘোষ সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *