নিজস্ব সংবাদদাতা, মালদা—- একের পর এক চুরির ঘটনায় রীতিমতো এলাকায় এক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। জানা গেছে পুরাতন মালদা পৌরসভার চার ও পাঁচ নম্বর ওয়ার্ড শর্বরী ও তৈল মুন্ডি এলাকা। শর্বরী এলাকার লোকেদের অভিযোগ গত দু সপ্তাহ ধরে এলাকায় চুরির ঘটনা ঘটে যাচ্ছে প্রশাসনকে জানিয়েও হয়নি কোন সূরাহা, অবশেষে ওই এলাকার বাসিন্দারা বৃহস্পতিবার সন্ধ্যায় মালদহ থানায় দ্বারস্থ হলেন। চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্মল অধিকারী কে সঙ্গে নিয়ে থানায় হাজির হন ওই এলাকার বাসিন্দারা। এলাকার লোকদের বক্তব্য এলাকায় চুরির ঘটনা করছে কে বা কারা রয়েছে পাচ্ছেন না যদিও তাদের প্রাথমিক অনুমান নেশা খাওয়ার জন্যই এ ধরনের চুরির ঘটনা ঘটাচ্ছে বলে তারা বলেন। তাই তারা অতিষ্ঠ হয়ে মালদহ থানায় দ্বারস্থ হয়েছেন, তাদের দাবি যাতে পুলিশ এর বিষয়ে উপযুক্ত ব্যবস্থা করুক। তাই তারা সেদিন মালদা থানার আইসি মোমেন চক্রবর্তী সঙ্গে দেখা করেন। আরো লোকেদের বক্তব্য বাড়ি থেকে বাসনপত্রসহ গ্যাস সিলিন্ডার নিয়ে পালিয়ে যাচ্ছে। পুলিশকে বিষয়টি দৃষ্টি আকর্ষণ করবার আবেদন জানান। যদিও মালদা থানার তরফ থেকে ইতিমধ্যেই পুলিশি টহলদারি বাড়ানো হয়েছে এবং যাতে চুরির ঘটনা না ঘটুক তৎপর রয়েছে মালদা থানার পুলিশ।
শর্বরী এলাকার লোকেদের অভিযোগ গত দু সপ্তাহ ধরে এলাকায় চুরির ঘটনা ঘটে যাচ্ছে প্রশাসনকে জানিয়েও হয়নি কোন সূরাহা, পুলিশের দারাস্থ।

Leave a Reply