পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- এক মহিলার অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোডের দুর্লভগঞ্জ এলাকায়,পুলিশ সূত্রে জানা গিয়েছে শনিবার দুর্লভগঞ্জ এলাকার বাঁধপারে থাকা এক মন্দিরের পাশে এক মহিলার অগ্নিদগ্ধ মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় মানুষজন,সাথে সাথেই খবর দেওয়া হয় চন্দ্রকোনারোড বিট হাউসের পুলিশকে, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ওই মৃতদেহ উদ্ধার করে,তবে ওই মৃত মহিলার নাম ও পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি, মৃত মহিলার নাম পরিচয় জানার পাশাপাশি কি কারনে এই ঘটনা গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করে পুলিশ, অন্যদিকে এই খবর ছড়িয়ে পড়তে যথেষ্ট চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে।
এক মহিলার অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য চন্দ্রকোনারোডের দুর্লভগঞ্জতে,তদন্তে পুলিশ ।।।

Leave a Reply