পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- কাশ্মীরের পেহেলগাঁওতে নিহত পর্যটকদের আত্মার শান্তি কামনায় রবিবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহরে মৌন মিছিল করলো ডিস্ট্রিক্ট ট্রাক অপারেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা, এই দিন শহরের সাতবাঁকুড়া এলাকা থেকে এই মৌন মিছিল শুরু হয় গোটা শহর পরিক্রমা করে,এইদিন মোমবাতি হাতে নিয়ে ট্রাক মালিক সংগঠনের প্রায় শতাধিক সদস্য এই মিছিলে অংশ নেন। সংগঠনের সম্পাদক প্রদীপ মণ্ডল জানান, নিহতদের প্রতি শ্রদ্ধা ও তাঁদের আত্মার শান্তি কামনাই ছিল এই কর্মসূচির মূল উদ্দেশ্য। একই সাথে, এই মিছিল ছিল সম্প্রীতির মেলবন্ধন স্বরূপ,যেখানে জাতি,ধর্ম,বিভেদ ভুলে প্রতিটি ট্রাক মালিক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
পেহেলগাঁওতে জঙ্গি হামলায় নিহত পর্যটকদের আত্মার শান্তি কামনায় মৌন মিছিল।।

Leave a Reply