নিজস্ব সংবাদদাতা, মালদা: চলছে তীব্র দাবদাহ।আর দাবদাহে অতিষ্ট সাধারণ মানুষ আর এই গরম থেকে পরিবারের মানুষকে রেহাই দিতে ঘরে পাখা লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মর্মান্তিক মৃত্যু হল এক গৃহকর্তার। ঘটনাকে কেন্দ্র করে শনিবার রাতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদার মানিকচকের ডোমাট মনকুত বাঁধ এলাকায়।জানা গেছে,মৃত ব্যক্তির নাম কৃষ্ণ মন্ডল(৩৯)।পেশাই তিনি দিন মজুর ছিলেন।পরিবারে স্ত্রী এবং তিন সন্তান রয়েছে।
জানা গেছে,বিগত দুইদিন আগে ভিন রাজ্যে থেকে বাড়ি ফিরে এসে তিনি। তীব্র গরম থেকে পরিবারকে রেহাই দিতে একটি পাখা নেন কৃষ্ণ মন্ডল ।সেই পাখা ঘরে লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয়। ফলে মাটিতে লুটিয়ে পড়ে কৃষ্ণ মন্ডল। পরিবারের লোকজনদের নজরে আসতেই তড়িঘড়ি উদ্ধার করে মানিকচক গ্রামীন হাসপাতাল নিয়ে আসেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন বলে খবর। এদিকে কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের লোকজন।
Leave a Reply