নিজস্ব সংবাদদাতা, মালদা: ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া গ্রামে গলা কেটে খুন। আম বাগান পাহাড়া দেওয়ার সময় প্রৌঢ়কে নৃশংসভাবে গলা কেটে খুন করে দুষ্কৃতীরা। উত্তেজনা মালদার ইংরেজবাজার থানা এলাকার মহদীপুরে। জানা যায় রাধেশ্যাম ঘোষ নামে (৬৩)এক ব্যাক্তি আম বাগান পাহাড়া দিছিল। সেই সময় তাঁকে কয়েকজন এসে হামলা চালায়। ধারাল অস্ত্রের কোপ মারে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান বাগান থেকে আম পেড়ে গবাদি পশুকে খাওয়ানো হচ্ছিল, এরই প্রতিবাদ করা হয়েছিল। প্রতিবাদ করায় রাধেশ্যাম ঘোষ কে গলা কেটে খুন করা হয়। পুলিশ এই ঘটনায় সংশ্লিষ্ট এলাকারই বাসিন্দা মতিলাল ঘোষ ও রাজকুমার ঘোষকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশি জেরায় তারা খুনের কথা স্বীকার করেছে।
বাইট-
১) তপন ঘোষ মৃতের আত্মীয়।
ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া গ্রামে গলা কেটে খুন। আম বাগান পাহাড়া দেওয়ার সময় প্রৌঢ়কে নৃশংসভাবে গলা কেটে খুন করে দুষ্কৃতীরা।

Leave a Reply