রাস্তার কাজের‌ই উদ্বোধন করলেন বৈষ্ণবনগরের বিধায়ক চন্দনা সরকার।।।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- —- মূলত সাহাবানচক ও গোলাপগঞ্জে দুর্গম রাস্তা দিয়ে যাতায়াতে অসুবিধা হতো স্থানীয়দের। বিষয়টি কানে আসে এলাকার বিধায়ক চন্দনা সরকারের। তখন তিনি বিধায়ক থাকার পাশাপাশি ছিলেন জেলা পরিষদের সদস্য‌। এরপরই ওই রাস্তাগুলির কাজের জন্য আবেদন জানান জেলা পরিষদে। সম্প্রতি রাস্তার কাজটির টেন্ডার হয়েছে উত্তর বঙ্গ উন্নয়ন দপ্তর থেকে। এদিন ওই রাস্তার কাজের‌ই উদ্বোধন করলেন বৈষ্ণবনগরের বিধায়ক চন্দনা সরকার। মূলতঃ সাহাবানচক রাস্তাটির জন্য বরাদ্দ হয়েছে ২১লক্ষ এবং গোলাপগঞ্জ শ্মশান থেকে নাসটোলা পর্যন্ত রাস্তার কাজটির জন্য বরাদ্দ হয়েছে ৫৬ লক্ষ টাকা। রাস্তাটির কাজের উদ্বোধন হ‌ওয়ার পরেই খুশি এলাকার বাসিন্দারা। বিধায়ক চন্দনা সরকার বলেন, রাস্তাগুলোর অবস্থা চরম বেহাল ছিল। সাধারণ মানুষ আমাকে বিষয়টি জানানোর পর তরিঘরি আমি রাস্তার কাজ যাতে দ্রুত শুরু হয় তার বন্দোবস্ত করি। দ্রুত রাস্তার কাজ শুরু হবে। আর এর ফলে উপকৃত হবেন এলাকার বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *