পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- রেঞ্জার অফিসারের বিরুদ্ধে অভিযোগ তুলে রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড রেঞ্জার অফিস ঘেরাও করল তারা বির সেন্দরা কমিটি ও ভারতজাকাত মাঝি পরগনা মহলের সদস্যরা,সদস্যদের অভিযোগ গত ২৩ শে এপ্রিল তারা বির সেন্দরার মধ্য রাতে চন্দ্রকোনারোড রেঞ্জারের পক্ষ থেকে বেশ কয়েকজন বহিরাগতদের জঙ্গলের পাঠিয়ে বিষাক্ত সাপ ও পেট্রোল সহযোগে সেন্দরাতে ব্যাঘাত ঘটানোর চক্রান্ত ও সেন্দরাকে কলুষিত করার অভিযোগ তুলে এই দিন রেঞ্জার অফিস ঘেরাও করে তারা বির সেন্দরা কমিটি ও ভারতজাকাত মাঝি পরগনা মহলের সদস্যরা,এই দিন দীর্ঘক্ষণ ধরে চলে এই ঘেরাও কর্মসূচি,অন্যদিকে এই ঘেরাও কর্মসূচিকে ঘিরে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী।
রেঞ্জার অফিসারের বিরুদ্ধে অভিযোগ তুলে চন্দ্রকোনারোড রেঞ্জার অফিস ঘেরাও তারা বির সেন্দরা কমিটি ও ভারতজাকাত মাঝি পরগনা মহলের।।

Leave a Reply