কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন উপলক্ষে সোমবার কোচবিহারের রবীন্দ্রভবনে আয়োজন করা হলো পুরোহিত সম্মেলন। এদিন রাজ্যের নির্দেশেই কোচবিহারের তৃণমূল জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক এই অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। কোচবিহার জেলার বিভিন্ন জায়গা থেকে প্রায় পাঁচশ পুরোহিতরা উপস্থিত হন এই সম্মেলনে। এদিন তাদের উত্তরীয় পরিয়ে এবং চন্দন টিকা দিয়ে বরণ করে নেয়া হয়। কোচবিহার রবীন্দ্র ভবনে সম্মেলন হওয়ার পর পুরোহিতদের নিয়ে খোল করতাল বাজিয়ে কোচবিহার শহর পরিত্রমা করলেন। এরপর মধ্যাহ্ন ভোজের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। তবে এদিনের এই অনুষ্ঠান নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। বিজেপির দাবি তৃণমূলের পায়ের তলার মাটি সরে যাচ্ছে। হিন্দু ভট পাওয়ার আশায় এসব করছে। এই অনুষ্ঠান থেকে কি জানালেন তৃণমূল জেলা সভাপতি অভিজিত দে ভৌমিক ও বিরোধী দলের বিজেপির জেলা সম্পাদক বিরাজ বোস শুনে নেওয়া যাক
কোচবিহার জেলার বিভিন্ন জায়গা থেকে প্রায় পাঁচশ পুরোহিতরা উপস্থিত হন কোচবিহারের রবীন্দ্রভবনে আয়োজন করা সম্মেলনে।

Leave a Reply