নিজস্ব সংবাদদাতা, মালদা—-মালদা থানার পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে থানা ঘেরাও করে বিক্ষোভ। বিক্ষোভ দেখালেন আদিবাসী ভারত মহাসভা সংগঠনভুক্ত আদিবাসীরা। এই বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুর নাগাদ প্রথমে আদিবাসী ভারত মহাসভা পুরাতন মালদা ব্লক কমিটির পক্ষ থেকে এক মিছিল আয়োজন করা হয়। আদিবাসীদের এই মিছিল বিভিন্ন পথ ঘুরে মালদা থানার সামনে পৌঁছায়। এরপর সংগঠনভুক্ত আদিবাসীরা মিলে মালদা থানা ঘেরাও করে থানার চোটের সামনে জোরদার বিক্ষোভ দেখান। বিক্ষোভে নেতৃত্ব দেন আদিবাসী ভারত মহাসভার জেলা সম্পাদক সাজলা মুর্মু। তিনি অভিযোগ করে বলেন, আদিবাসী ভারত মহাসভার প্রতিনিধিরা কোন কাজ নিয়ে থানায় আসলে তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। অকারণে আদিবাসীদের পুলিশ হয়রান করে। তাই পুলিশি দুর্ব্যবহার ও হয়রানির প্রতিবাদ সহ মোট ৬ দফা দাবীতে আজ তারা আন্দোলন করছেন। থানায় বিক্ষোভ দেখাচ্ছেন।
পুলিশি দুর্ব্যবহার ও হয়রানির প্রতিবাদ সহ মোট ৬ দফা দাবীতে বিক্ষোভ দেখালেন আদিবাসী ভারত মহাসভা সংগঠনভুক্ত আদিবাসীরা।

Leave a Reply